
নারদকান্ড নিয়ে এবার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রীকে তলব করলো সিবিআই। সিবিআই দফতর থেকে তাঁকে নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে আগামী সপ্তাহে তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। নারদকাণ্ডে তাঁকে টাকা নিতে দেখা না গেলেও মেয়রকে জেরার সময় তাঁর নাম উঠে আসতেই এই তলব। মেয়র জেরায় জানিয়েছিলেন যে তাঁর স্ত্রী
টাকাপয়সা লেনদেনের ব্যাপারটি দেখেন আর তাই রত্নাদেবীকে জেরার জন্য তলব করলো সিবিআই। প্রসঙ্গত রত্নাদেবীর সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছেন মেয়র৷ আর তাই সিবিআই আশা করছেন যে রত্নাদেবীর কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।যদিও রত্নাদেবী হাজিরা দেবেন কিনা তা এখনো জানা যায়নি। এর আগে ইডি তাকে একাধিকবার তলব করার পর তিনি হাজিরা দিয়েছিলেন।
আপনার মতামত জানান -