
প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল করোনা আক্রান্ত হয়েছেন বিখ্যাত বলিউড অভিনেতা অক্ষয় কুমার। করোনা আক্রান্ত হওয়ার পর টুইট করে জানিয়েছিলেন তিনি। সেই সঙ্গে তিনি অনুরোধ করেছিলেন, সম্প্রতি যারা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁরাও যেন তাঁদের করোনা পরীক্ষা করিয়ে নেন, তাঁর কথামতো কিছুদিন ধরে তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিরা করোনা পরীক্ষা করেছিলেন। এবার তাঁর সংস্পর্শে আসা আরো ৪৫ জন ব্যক্তি করোনা আক্রান্ত হলেন। যা তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে বিনোদন জগতে।
ফেসবুকে আমাদের নতুন ঠিকানা, লেটেস্ট আপডেট পেতে আজই লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে
আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে।
আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে।
সম্প্রতি, অভিনেতা অক্ষয় কুমার রাম সেতুর শুটিংয়ে ব্যস্ত ছিলেন। গতকাল তিনি করোনা সংক্রামিত হন। এরপর কিছুদিন ধরে তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদের করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন তিনি। এরপর আজ আরও ৪৫ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেল। রাম সেতুর একাধিক কলাকুশলী করোনা আক্রান্ত হয়েছেন। যা ছবির নির্মাতার কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। তবে আশা একটাই যে, আক্রান্তদের করোনার তেমন কোনো উপসর্গ নেই। সকলকেই আইসোলেশনে পাঠানো হয়েছে।
আবার, গত ২৪ ঘন্টায় দেশজুড়ে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩ হাজার ৭৯৪ জন। এমন ব্যাপক হারে করোনা সংক্রমণ গতবছরও ঘটেনি। গতবছর সর্বাধিক করোনা সংক্রমণ দেখা গিয়েছিল ১৬ ই সেপ্টেম্বর। সেদিন করোনা সংক্রমণ ঘটেছিলো ৯৭ হাজার ৮৯৪ জনের। গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ যা ঘটেছে, তা এযাবৎকাল রেকর্ড। অন্যদিকে, গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ঘটেছে মোট ৪৭৭ জন মানুষের। গত ২৪ ঘন্টায় শুধু মহারাষ্ট্রেই করোনা আক্রান্ত হয়েছেন ৫৭ হাজারেরও বেশি মানুষ।