
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের এবার অশোকনগর থানা এলাকাতেও। অশোকনগরের ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব নেতা প্রহ্লাদ বণিকের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের রাজ্য সভাপতি জয়া দত্তের অনুগামীদের বিরুদ্ধে। গতকাল জয়া দত্তের অনুগামীরা বানিকবাবুর ভাইপোকে মারার হুমকি দেয় এবং বাড়ির সামনে অকথ্য গালিগালাজ করে বানিকবাবুর অনুপস্থিতিতে বলে অভিযোগ। রাতে কিছু বাইক নিয়ে দুষ্কৃতীরা তার বাড়িতে বোমাবাজি করে বলেও অভিযোগ করা হয় বণিকবাবুর বাড়ির তরফ থেকে। অশোকনগর নেতাজি শতবার্ষিকী কলেজের সংসদ দখল ঘিরে এই অশান্তি বলে আশঙ্কা। যদিও এই ঘটনায় এখনো কারও গ্রেপ্তারের কোনো খবর নেই।
আপনার মতামত জানান -