পঞ্চায়েতের আগে সতর্ক হতে চাইছেন মুখ্যমন্ত্রী আর তাই সোমবার দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রশাসনিক বৈঠকে জেলার যুব সভাপতি শওকত মোল্লাকে কড়া বার্তা দিলেন তিনি। ভাঙ্গরে গোষ্ঠীদ্বন্দ্ব রোজকার ঘটনা। যা খুব বড় একটা চিন্তার কারণ মুখ্যমন্ত্রীর কাছে। বার বার বলেও কোনো কাজ হয়নি। তাই এবার প্রকাশ্যেই বোঝালেন যে তাঁর কাছে সব খবর থাকে কে কোথায় কি করছে। আর দোষ করলে ছাড় পাবে না কেউ ই। এদিন শওকত মোল্লা মুখ্যমন্ত্রীকে জানান তাঁর নিজের বিধানসভা কেন্দ্রে জীবনতলার জন্য একটি বাস টার্মিনাল দরকার। বিরক্তি প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন”জীবনতলায় কত লোক যায়, সেখানে বাস টার্মিনাস করতে হবে? যত সব ফালতু কথা।
আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে
আর তার পরেই মুখ্যমন্ত্রীর তরফ থেকে ধেয়ে আসে একরাশ আক্রমণ। সরাসরি প্রকাশ্যে আক্রমণ করে তিনি শওকতবাবুকে বলেন ” ওখানে তুই বোমা তৈরি করছিস আর বন্দুক নিয়ে মারামারি করছিস। আর এখানে বাস টার্মিনাসের কথা বলছিস।” সাথে জানতে চান দলের পুরনো জাহাঙ্গীর-কে তুই ঢুকতে দিচ্ছিস না কেন?এর উত্তরে শওকতবাবু নেত্রীকে জানান যে “জাহাঙ্গিরের নামে খুনের কেস আছে। কোর্টের অর্ডার আছে, এলাকায় ঢুকতে পারবে না।” এই কথা শোনার পর আরো রেগে যান মুখ্যমন্ত্রী।ধমক দিয়ে বলেন, “তোকে এসব দেখতে হবে না। আইনের বিষয় পুলিস দেখবে।” যদিও পরে বাস দাঁড়াবার জন্য একটা শেড করে দেওয়ার করা ঘোষণা করেন। কিন্তু এই ভাবে প্রকাশ্যে ধমক দিয়ে মুখ্যমন্ত্রী কি বোঝাতে চাইছেন সেটি নিয়ে শুরু রাজনৈতিক বিতর্ক কেননা কারোর মতে মুখ্যমন্ত্রী দলে শুদ্ধিকরণ করার প্রস্তুতি নিচ্ছেন আর তাই তার আগে সাবধান করে দিচ্ছেন। আবার বিরোধীদের মতে এটা কিছুই নয় সামনে পঞ্চায়েত ভোট আর তাই ভোট পাবার জন্য এইসব করছেন।