এবার রক্তদান শিবিরের নামে আর্থিক কেলেঙ্কারির জন্য তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তোলা হল। হুগলির নালিকুলে আগামী ২৮ জানুয়ারি তৃণমূল কংগ্রেস নেতারা এক রক্তদান শিবিরের আয়োজন করেছেন, সেই শিবিরের নামে ছাপা কুপোন বিক্রি করে টাকা তোলার অভিযোগ অনলেন স্থানীয় অধিবাসীরা। বিষয়টি নিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক বেচারাম মান্না জানান, এমন ঘটনা ঘটলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত ওই রক্তদান শিবির উপলক্ষে ইতিমধ্যেই স্থানীয় এলাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায় ও যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ হোর্ডিংয়ে চেয়ে গেছে। এই প্রসঙ্গে শিবিরের উদ্যোগক্তারা জানান ওই শিবিরে হুগলি জেলা তৃণমূল সভাপতি তপন দাশগুপ্ত, মন্ত্রী অসীমা পাত্র, দলের জেলা যুব সভাপতি সহ আরও বেশ কিছু শীর্ষনেতারা উপস্থিত থাকবেন।
এই শিবির উপলক্ষেই ছাপানো কুপনগুলি স্থানীয় নেতারা প্রকাশ্যে বিক্রি করে টাকা তুলছে বলে অভিযোগ। যদিও গোটা বিষয়টি নিয়ে উদ্যোগক্তারা সম্পূর্ণ নীরব। অভিযোগ স্বীকার করে নিয়ে এই প্রসঙ্গে বেচারাম মান্না জানান, আমার কাছেও এরকম খবর এসেছে, কেউ কেউ রক্তদান শিবিরের নামে কুপন ছাপিয়ে টাকা তুলছে। কিন্তু দলের এরকম কোনও নিয়ম নেই, আমরা বিষয়টি তদন্ত করে দলের উপর মহলে জানাব।