
ফের বিজেপির ঘর ভাঙলো তৃণমূল। জানা যাচ্ছে বুধবার বিজেপি ছেড়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এর হাত ধরে তৃণমূলে যোগদান করলো ৯টি পরিবারের সদস্যরা।এদিন যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ সহ দেওয়ানহাটার অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।
কোচবিহার জেলার দেওয়ানহাটায় বুধবার একটি কর্মসূচি হয় সেখানেই আনুষ্ঠানিক ভাবে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো কোচবিহার জেলার দেওয়ানহাট অঞ্চলের ৯টি পরিবারের সদস্যরা। জানা যাচ্ছে এদিন তাঁদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।
ফেসবুকে আমাদের নতুন ঠিকানা, লেটেস্ট আপডেট পেতে আজই লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে
আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে।
আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে।
এদিন রবীন্দ্রনাথ ঘোষ বলেন,দেওয়ানহাটার ৯টি পরিবার আগে আমাদের কাছে লিখিত ভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য আবেদন করেছিল আর তাই আজ তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হলো আর আনুষ্ঠানিকভাবে তাদেরকে দলে নেওয়া হলো।
পাশাপাশি তিনি দাবি করেন এরা সবাই আগে তৃণমূলে রচিলো কিন্তু তাদেরকে জোর করে ভয় দেখিয়ে বিজেপিতে নিয়ে যাওয়া হয় আর এবার নিজেদের ভুল বুঝতে পেরে তারা আবার ফিরে এসেছে। যদিও এই নিয়ে কাহন পর্যন্ত কোনো মন্তব্য করেনি বিজেপি।