
বিজেপির জন্য সুখবর দিলো এবিপি-নিউজ। যা শুনে স্বভাবতই খুশি বিজেপিমহল। আদিত্যনাথের উত্তরপ্রদেশে তিন দফায় ১৬টি নগর নিগমের ভোট হয়েছে.এর ফল বের হবে ১ ডিসেম্বর। আর তার আগে বুথ ফেরত সমীক্ষায় ওই সংবাদমাধ্যম জানাচ্ছে একমাত্র ফিরোজাবাদ থাকছে সমাজবাদী পার্টির। আর বাকি ১৫টি বড় শহরেই পুর-প্রশাসনের দখল নিতে চলেছে বিজেপি। তাদের মতে কংগ্রেস কোথাও নেই। সমীক্ষার ফল সত্যি হলে —
ফেসবুকে আমাদের নতুন ঠিকানা, লেটেস্ট আপডেট পেতে আজই লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে
আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে।
আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে।
রাজধানী লখনউয়ে
বিজেপি ৪০% ভোট পাচ্ছে,
সমাজবাদী পার্টি পাচ্ছে ২৭% ভোট আর
বহুজন সমাজ পার্টি ১৩% ভোট।
বারাণসীতে
৪৫% ভোট পাচ্ছে বিজেপি
গোরক্ষপুরে
৪৬% ভোট যাচ্ছে বিজেপির ঝুলিতে
এছাড়া কানপুর, ইলাহাবাদ,বরেলী, আগরাও পেতে চলেছে বিজেপি।