তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল মুখ খোলা মানেই খবর। নির্দ্বিধায় বিরোধী থেকে প্রশাসন থেকে সাধারণ মানুষ – সবাইকে হুমকি দিয়ে যান নিজের মত, রেয়াত করেন না কাউকেই। এমনকি দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় যতই বলুন, যে দল অনুব্রত বাবুর কথা সমর্থন করে না, বা স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতই প্রকাশ্য সভামঞ্চ থেকে ‘লাস্ট ওয়ার্নিং’ দিন, তিনি সেসবে কর্নপাত করেননি বা করবেন না তা একপ্রকার নিশ্চিত। আর তাই অনুব্রত-উবাচের প্রতিবাদ জানাতে এবার বৃহত্তর আন্দোলনে বিজেপির মহিলা মোর্চা।
গতকাল অনুব্রত মন্ডলকে চ্যালেঞ্জ জানিয়ে ও বীরভূম জেলা পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়ে বীরভূমের সিউড়িতে কয়েক হাজার মহিলা মোর্চার সমর্থক মিছিল করে শহর পরিক্রমা করেন ও জেলা পুলিশ সুপারের দফতরের সামনে বিক্ষোভ দেখান। জেলা পুলিশ সুপারের অনুপস্থিতিতে ক্ষোভে ফেটে পড়েন রাজ্য মহিলা সম্পাদিকা শশি অগ্নিহোত্রি। তিনি বলেন, অনুব্রত মন্ডল বারবার মেয়েদের অপমান করছেন, রাজস্থানের মহিলা মুখ্যমন্ত্রীর জিভ ছিঁড়ে নেওয়ার হুমকি দিচ্ছেন। এর জবাব ভোটে পাবেন, জেলার ৫০ শতাংশ আসনে মহিলারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, অনুব্রতবাবু পারলে আটকাবেন। অন্যদিকে মহিলা মোর্চার বীরভূম জেলা সভানেত্রী অনুরাধা ঘোষ বলেন, অনুব্রত মন্ডল যে ভাবে হুমকি দিচ্ছে তাতে তাঁর পতন অনিবার্য, তাঁকে আমরাই বধ করব।
অনুব্রত মন্ডলকে ‘বধ’ করবে বিজেপি, দাবি নেত্রীর
আপনার মতামত জানান -