একদিকে যখন একের পর এক নির্বাচনে জয়ের পতাকা উড়ছে, অচেনা ঘাঁটি ত্রিপুরা বা বাংলাতে পদ্ম ফোটানোর পরিকল্পনা চলছে তখনই অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস বা এডিআর-এর হাত ধরে বিজেপির যায় নিয়ে সামনে এল বিস্ফোরক তথ্য। ওই সংস্থার রিপোর্ট থেকে জানা যাচ্ছে, মাত্র এক বছরেই বিজেপির আয় বেড়েছে প্রায় ৮১.১৮%, টাকার অঙ্কে যা ৪৬৩.৪১ কোটি টাকা। ওই সংস্থার রিপোর্ট অনুযায়ী ২০১৫-১৬ আর্থিক বর্ষে বিজেপির আয় ছিল ৫৭০.৮৬ কোটি টাকা, আর তা বেড়ে ২০১৬-১৭ আর্থিক বর্ষে হয়েছে ১,০৩৪.২৭ কোটি টাকা।
আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে
অন্যদিকে আরেক বড় জাতীয় দল কংগ্রেসের আয় কমেছে প্রায় ১৪%, ২০১৫-১৬ আর্থিক বর্ষে কংগ্রেসের আয় ছিল ২৬১.৫৬ কোটি টাকা আর তা কমে ২০১৬-১৭ আর্থিক বর্ষে কংগ্রেসের আয় হয়েছে ২২৫.৩৬ কোটি টাকা। বিজেপির এই হাজার কোটিরও বেশি তহবিলের প্রায় পুরোটাই এসেছে অনুদান এবং চাঁদা থেকে। বিজেপি এই খাতে ৯৯৭.১২ কোটি টাকা সংগ্ৰহ করেছে, অন্যদিকে কংগ্রেস অনুদান এবং চাঁদা থেকে জোগাড় করেছে ৫০.৬২৬ কোটি টাকা। সবমিলিয়ে দলীয় তহবিলের অঙ্কে সাধারণ মানুষের চোখ কপালে তুলে বিরোধীদের থেকে বহু এগিয়ে বিজেপি।