
আসন্ন উলুবেড়িয়া লোকসভা ও নোয়াপাড়া বিধানসভা উপনির্বাচনীর প্রার্থী নির্বাচিত করবার জন্য যখন প্রতিটি রাজনৈতিকদল চিন্তিত তখন কেন্দ্রের কান্ডারি বিজেপির প্রার্থী তালিকায় দেখা গেলো না তেমন কোনো চমকপ্রদ নামের বহর।প্রচারের মাঠে নিজেদের কৌশলকে খাটিয়ে ভোটের ঝুলি পূর্ণ করতে তৎপর বিজেপিদল।সূত্রের খবর,আগামী নির্বাচনী প্রচারে বাংলার মাটিতে দেখা পাওয়া যেতে পারে বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বদের।এই তালিকায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, স্মৃতি ইরানি,কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল,পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রমুখদের নাম অগ্রগণ্য।বিজেপির সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রচারে আমরা তৃণমূলকে টেক্কা দেব। ১০০ শতাংশ গ্যারান্টি। মানুষ তৃণমূলকে গ্রহণ করবে নাকি বিজেপি -কে সেটা তাদের উপর নির্ভর করছে।”
আগামী উলুবেড়িয়া নির্বাচনিতে বিজেপি প্রার্থী হিসাবে মনোনীত করা হয়েছে আরএসএস ঘনিষ্ঠ অনুপম মল্লিককে।তাকে নির্বাচিত করবার পিছনে দলীয় নেতৃত্বদের বক্তব্য,ধুলাগড় সমস্যা এই এলাকার মানুষ বুকে এখনো জীবন্ত।বিরোধীদের পক্ষ থেকে এখানে সংখ্যালঘু প্রার্থীকে মনোনীত করা হয়েছে।তাই হিন্দু ভোটকে নিজের দিকে টানবার জন্য অনুপমাকে হাতিয়ার বানাচ্ছে তারা।হিন্দুত্বকে একটা বড় ফ্যাক্টর করে যোগী আদিত্যনাথকে নিয়ে প্রচারের গুটি সাজাতে চাইছে রাজ্য বিজেপি।
উল্টোদিকে নোয়াপাড়ায় সন্দীপ বন্দ্যোপাধ্যায়কে বিজেপি প্রার্থী হিসাবে মনোনীত করা হয়েছে।এই আসনের জয়ের ব্যাপারে বিজেপি গোষ্ঠী যথেষ্ট আশাবাদী।তার সেই আশাকে আরো দৃঢ করবার জন্য প্রচারে আনা হবে স্মৃতি ইরানিকে।