
প্রকাশ্যে শৌচকর্ম বন্ধে কেন্দ্রীয় সরকারের উদ্দ্যেগে দেশ জুড়ে স্বচ্ছ ভারত অভিযান চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন ‘স্বচ্ছ ভারত অভিযান’ আর তাই সাধারণ মানুষকে তার নামে কর আর সেস বসিয়ে ‘লুঠ করেছেন’ বলে বিরোধীদের অভিযোগ। এরই মধ্যে চরম বিতর্ক বাড়ালেন মোদীর দলেরই এক মন্ত্রী।
পথে শৌচালয় খুঁজে পাননি মহারাষ্ট্রের জল সম্পদ মন্ত্রী রাম শিন্ডে। তাই প্রাকৃতিক ডাকে সাড়া দিতে মাঝ পথে গাড়ি দাঁড় করালেন। ঝোপঝাড়ের মধ্যে সাড়লেন প্রাকৃতিক কাজ। আর সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। একেই বিরোধীরা এই স্বচ্ছ ভারত অভিযান নিয়ে প্রধানমন্ত্রীকে তোপ দেগে যান, তারপরে একজন বিজেপি মন্ত্রীর এই আচরণ দেখে প্রবল অস্বস্তিতে কেন্দ্র ও রাজ্য সরকার। যদিও মন্ত্রী নিজে জানান, অসুস্থ বোধ করায় তিনি একাজ করেছেন। রাস্তায় কোথাও শৌচালয় খুঁজে না পেয়ে প্রকাশ্যে একাজ করতে বাধ্য হয়েছেন তিনি। আর বিজেপির দাবী প্রয়োজনের তুলনায় এখনও যে দেশে শৌচালয়ের অভাব কতখানি তাও প্রকট করে দিল এদিনের ঘটনা।