
তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই কখনো দলীয় সভা থেকে কখনো বা রাজ্য সদর দফতরে সাংবাদিক বৈঠকে তাঁর পুরোনো দল এবং সহকর্মীদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ এনেছেন মুকুল রায়। আর তা নিয়ে বিবৃতি-পাল্টা বিবৃতির লড়াই ছাড়িয়ে লড়াই গড়িয়েছে আদালত পর্যন্ত। যদিও মুকুল বাবু জানিয়েছেন এর থেকেও বড় অভিযোগ এখনো তাঁর ফাইলে লুকানো আছে, যা তিনি ক্রমশ পার্ট টু, থ্রী, ফোর করে সামনে আনবেন। আর যার ফলে নাকি কেঁপে যাবে পুরো শাসকদলই।
সেই প্রসঙ্গের রেশ টেনে বিজেপির রাজ্য নেতা জয় বন্দ্যোপাধ্যায় আজ এক দলীয় জনসভায় দাবী করেন, যখন ফাইল বেরোবে, তখন পিসি-ভাইপোর চুলোচুলি হবে। কলকাতার এক ওয়েব পোর্টালের খবর অনুযায়ী, এখানেই থেমে না থেকে জয়বাবু আরো বলেন, আর এর পর কার জন্য তৃণমূলের এই অবস্থা হল, তা নিয়ে তৃণমূল নেত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় একে অপরকে দোষারোপ করবেন। টাকার নেশায় একদিন তৃণমূল কংগ্রেস শেষ হয়ে যাবে। পঞ্চায়েত ভোটের পর ঘাসফুল শিবিরের কোনও অস্তিত্ব থাকবে না। যদিও এই খবরের সত্যতা প্রিয়বন্ধু বাংলার তরফ থেকে যাচাই করে দেখা সম্ভব হয় নি, এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই পোর্টালে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা কোনোমতেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।