লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই চওড়া হচ্ছে নরেন্দ্র মোদী-অমিত শাহ জুটির কপালের ভাঁজ। কিছুদিন আগেই এনডিএ জোটের সবথেকে পুরোনো শরিক শিবসেনা ঘোষণা করেছে আগামী ২০১৯ এ লোকসভা নির্বাচনে তারা আর বিজেপির সঙ্গে জোটে থাকছে না। আর এবার জোট ছাড়ার হুমকি দিল এনডিএর আরেক অন্যতম বড় ও পুরোনো শরিক অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর নেতৃত্ত্বাধীন তেলেগু দেশম পার্টি বা টিডিপি। বিজেপি যে ১৯ টি রাজ্যে ক্ষমতায় আছে তার মধ্যে অন্যতম হল অন্ধ্রপ্রদেশ, কিন্তু এই রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে একপ্রকার শরিক দল টিডিপির ‘দয়ায়’, কেননা ১৭৬ আসনের বিধানসভায় টিডিপির বিধায়ক সংখ্যা ১০৩ জন এবং বিজেপির মাত্র ৪ জন।
অন্ধ্রপ্রদেশে টিডিপির সঙ্গে বিজেপির বিরোধটা লাগছিল বেশ কিছুদিন ধরেই। কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ত্বের থেকে রাজ্য শীর্ষ নেতৃত্ত্বের কাছে নির্দেশ যায় চন্দ্রবাবু নাইডুর দাবি শুনে তার প্রতিকারের। কিন্তু সেই আলোচনা মোটেই ফলপ্রসূ হয় নি বলে সূত্রের খবর। এরপরেই আজ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু প্রকাশ্যে জোট ভাঙার হুমকি দেন। তিনি জানান, বিজেপি বন্ধুত্ব বজায় রাখতে চায় না, তাই কড়া সিদ্ধান্ত নিতে বাধ্য হব। আমরা একলাই রাজ্যে ক্ষমতা দখল করতে পারি। বিজেপি যদি জোট স্বার্থ ধরে রাখতে না পারে তার জন্য আমরা দরজা খোলা রেখেছি, তারা আলাদা রাস্তা দেখে নিতে পারে। আর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর এই হুমকির পরে রীতিমত শোরগোল পরে গেছে জাতীয় রাজনীতিতে। একের পর এক পুরোনো জোট শরিকের সঙ্গে এইভাবে সম্পর্ক ছিন্ন হাওয়ায় বা হবার সম্ভাবনায় লোকসভা নির্বাচনে মোদী-শাহ জুটির উপর চাপ ক্রমশ বাড়ছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।