
সবং উপনির্বাচনের ঠিক আগের দিন সদ্য তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায় ও বিজেপি প্রভাবিত সরকারি কর্মচারী পরিষদের আহ্বায়ক দেবাশীষ শীলের হাত ধরে রাজ্য সরকারকে বড়সড় ধাক্কা দিল বিজেপি। মুকুলবাবু, দেবাশিসবাবু ও বিজেপির রাজ্য সম্পাদক ও সরকারি কর্মচারী পরিষদের পর্যবেক্ষক সায়ন্তন বসুর উপস্থিতিতে রাজ্য সরকারি কর্মীদের উপর বর্তমান রাজ্য সরকারের করা একরাশ বঞ্চনার ক্ষোভ জানিয়ে বড় সংখ্যায় রাজ্য সরকারি কর্মচারীরা সরাসরি বিজেপি শিবিরে যোগ দিলেন। আজকের যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন তৃণমূলের কোর কমিটির প্রাক্তন সদস্য লতিকা মন্ডল ও সমীর ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেস পরিচালিত শিক্ষাবন্ধু সমিতির সাধারণ সম্পাদক সুবল শীল ও মন্মথ বিশ্বাস, রাজ্য বিদ্যুৎ পর্ষদের সুশান্ত মজুমদার, তুহিন গাঙ্গুলী প্রমুখ।
আরও পড়ুন: সবং উপনির্বাচন: প্রিয়বন্ধু মিডিয়ার এক্সক্লুসিভ ওপিনিয়ন পোল
যোগদান অনুষ্ঠানের পরে বিজেপি পরিচালিত সরকারি কর্মচারী পরিষদের আহ্বায়ক দেবাশীষ শীল তাঁর প্রতিক্রিয়ায় জানান, রাজ্য সরকারি কর্মচারীদের উপর রাজ্যসরকার যে বঞ্চনা দিনের পর দিন করে যাচ্ছে, তার জবাব দিতেই এবার শাসকদল পরিচালিত সরকারি কর্মচারী সংগঠনগুলি থেকে বড় সংখ্যায় মানুষ বিজেপির ছাতার তলায় আসছেন। আগামী দিনে আরো বড় সংখ্যায় রাজ্য সরকারি কর্মচারীরা এখানে যোগ দেবেন। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ এবং অন্যান্য বঞ্চনার অভিযোগে আগামী ১৪ ফেব্রুয়ারী আমরা সরকারি কর্মচারী পরিষদের তরফ থেকে পে কমিশন ভবন অভিযান করব এবং এই অভিযানে নেতৃত্ত্ব দেবেন স্বয়ং মুকুল রায়। দেবাশীষবাবু আরো জানান, আজ থেকে সরকারি কর্মচারী পরিষদের সহযোগী সংগঠন হিসাবে মন্মথ বিশ্বাসের নেতৃত্ত্বে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্মচারী পরিষদ নামে একটি বিজেপি পরিচালিত সংগঠনের পথ চলা শুরু হল।