
কলকাতার বর্ধিত কোর কমিটির বৈঠকের সময়েই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন সিদ্ধান্তের কথা, কিন্তু হয় নি কোনো সরকারি ঘোষণা। সেই সময় বনমন্ত্রী হিতেন বর্মনও জানিয়েছিলেন উত্তরবঙ্গে ফিরে বড় করে আনুষ্ঠানিক ঘোষণা হবে। সেইমত তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি হিসাবে বিধায়ক অর্ঘ্য রায়প্রধানকে সরিয়ে দায়িত্ত্ব নিলেন সাংসদ পার্থপ্রতিম রায়। আর এই দায়িত্ত্ব নেওয়ার পর আজই তাঁর প্রথম নিজের এলাকায় পা রাখার কথা। এই পরিবর্তনকে স্বাগত জানিয়ে প্রবল উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে শাসকদলের কর্মী-সমর্থকদের মধ্যে, স্থানীয় সূত্রের খবর তাঁকে অভ্যর্থনা জানাতে বিশাল প্রস্তুতি চলছে জেলা জুড়ে।
স্থানীয় সূত্রে আরো জানা যাচ্ছে, জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মীরা আজ নিউ কোচবিহার স্টেশনে যাবেন পার্থবাবুকে অভ্যর্থনা জানাতে, স্টেশন সংলগ্ন চত্ত্বরেই সভামঞ্চ করে তাঁকে সংবর্ধনা জানানো হবে। রানা বসুর অকাল প্রয়াণের পর কোচবিহার জেলায় তৃণমূলের যুব সংগঠন নেতৃত্বহীনতায় ভুগছিল বলে রাজনৈতিক মহলের খবর। সেখানে পার্থপ্রতিম রায় এই দায়িত্ত্ব নেওয়ায় নতুন করে উদ্দীপনার সৃষ্টি হয়েছে সমর্থকদের মধ্যে। নতুন সভাপতির সম্মানে স্টেশন থেকে তাঁর যাত্রাপথ সংগঠনের পতাকায় মুড়ে ফেলা হয়েছে ইতিমধ্যেই। পার্থবাবুও সকলকে নিয়ে নতুন পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।