সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়াম সিং যাদব লখনউয়ের মেদান্তা হাসতাপাতালে ভর্তি রয়েছেন। জানা যাচ্ছে তাঁর পাকস্থলীতে সমস্যা রয়েছে।
ফেসবুকে আমাদের নতুন ঠিকানা, লেটেস্ট আপডেট পেতে আজই লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে
আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে।
আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে।
পরিবার সূত্রে খবর, রবিবার মধ্যরাতে শারীরিক অসুস্থতা অনুভব করেন, ঠিক এরপরেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে তাঁর পার্টির তরফ থেকে জানা গেছে যে, মুলায়াম সিং যাদব রুটিন চেক-আপের জন্য মেদান্ত হাসপাতালে গিয়েছিলেন। তবে ডাক্তাররা তাঁকে পাকস্থলি সংক্রান্ত কিছু পরীক্ষা এবং পর্যবেক্ষণের জন্য ভর্তি করে নেন, শুরু হয় চিকিৎসা, সুস্থ হয়ে ওঠায় তাঁকে ছেড়েও দেওয়া হয় শনিবার। কিন্তু ফের রবিবার শারীরিক সমস্যার কথা জানালে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।