
ভারতী ঘোষের হেনস্থার অভিযোগকে নাকচ করলো সিআইডি।এক সময় তৃণমূলের সব থেকে কাছের লোক হিসাবে পরিচিত আইপিএস অফিসার ভারতী ঘোষের উপর একটি চিট ফান্ড কেলেঙ্ককারীর সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ওঠে।আর সেই অভিযোগের ভিত্তিতেই শুক্রবার ভারতীর নাকতলার বাড়িতে চালানো চিরুনি তল্লাশি।সেদিন রাতেই ভারতী ঘোষ একটি অডিওর মাধ্যমে জানান,তার স্বামীকে ঘরে বন্দি করে সিআইডি হেনস্থা করেছেন।সেই অভিযোগকে নাকচ করে শনিবার একটি সাংবাদিক বৈঠকে সিআইডি-র ডিআইজি (অপারেশন) নিশাদ পারভেজ বলেন,‘‘ওঁনার স্বামীকে ঘরবন্দি করে রাখার অভিযোগ ঠিক নয়৷’’
এদিন সিআইডির কর্তারা বলেন,নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এদিন তারা নাকতলার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ২০টি বিভিন্ন বাড়ির নথিপত্র উদ্ধার করেন।কিন্তু বাড়িটির মালিক কে সেটা তারা খতিয়ে দেখবেন।অন্যদিকে সূত্রের খবর,এদিন ভারতী ঘোষের নাকতলার বাড়িতে ৬ জন পুলিশের দ্বারা তল্লাশি চালিয়ে ৬০ লক্ষ টাকা,দু কেজি সোনা এবং একধিক নথিপত্র পাওয়া গিয়েছে।
উল্টোদিকে ভারতী ঘোষের দাবি তাকে এই বিষয়ে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে।তাই কিছুদিন আগে শাসকদলকে শাসানি দিয়ে তিনি বলেন, ‘‘আমি একজন প্রাক্তন আইপিএস৷ আমাকে মিথ্যে মামলায় ফাঁসাতে চাইলে বিচারকের কাছে সিবিআই তদন্তের দাবি জানাব৷ ষড়যন্ত্রকারীদের জেল খাটিয়ে ছাড়ব৷’’মূলত এখন সকলের দৃষ্টি ভারতীর এই সকল হুমকি তাকে ভবিষৎতে নতুন কোনো বিপদের মুখে ঠেলে দেবে কিনা।