বিজেপির রাজ্য সদর দপ্তরে তখন জমাটি সাংবাদিক বৈঠক করছেন মুকুল রায়। তাঁর প্রাক্তন দল ও সহকর্মীদের বিরুদ্ধে একের পর এক বোমা ফাটাচ্ছেন উপস্থিত সাংবাদিকদের সামনে। সেখানেই তিনি বলেন, ২০১৩ সালে রাজ্যের শিল্পমন্ত্রী থাকাকালীন চিটফান্ড সংস্থা প্রয়াগের কর্ণধারকে পাশে বসিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন রাজ্যের বেকারত্ব দূরীকরণে প্রয়াগ খুব ভালো কাজ করছে।
এসময়েই পাশে বসা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় মুকুলবাবুর কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে বলেন, এই সাংবাদিক বৈঠকের পরিপ্রেক্ষিতে পার্থদা (শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়) আজ বিকেলেই এক সাংবাদিক বৈঠক করবেন, যেখানে ভিডিও দেখবেন বাবুল সুপ্রিয় এক চিটফান্ড সংস্থার হয়ে ভালো ভালো কথা বলছে। কিন্তু মনে রাখবেন যখন আমি ওই কথা বলি তখন আমি না সাংসদ না মন্ত্রী। আমি একজন এন্টারটেইনার হিসাবে ওই সংস্থার আমন্ত্রণে পারফর্ম করতে যাই, আর যেহেতু ওই সংস্থা স্পন্সর ছিল তাই ওদের নামে ভালো কথা বলতে বাধ্য হই। পার্থদার মত মন্ত্রী হিসাবে নয়। দেখবেন এরপর আর পার্থদা ওই ভিডিও দেখবেন না, কেউ ওনাকে বারণ করে দেবে। আসলে ‘বাচ্চা ছেলের’ ব্যাপার তো!
শিক্ষামন্ত্রীকে এবার ‘বাচ্চা ছেলে’ বলে কটাক্ষ করলেন বাবুল সুপ্রিয়
আপনার মতামত জানান -