
গত বুধবার ধর্ষণের মামলায় স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপুর যাবজ্জীবন কারাদন্ডের সাজা শুনিয়েছে আদালত। । তারপরেই সোস্যাল মিডিয়ায় দেখা গেলো রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে আসারাম বাপুর ছবি। এই ঘটনা স্বাভাবিক ভাবেই রাজ্যের রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি করে। খোদ মুখ্যমন্ত্রী নিজের এই ছবি দেখে মানুষের মনে এই ছবি সংক্রান্ত সমস্ত জল্পনার অবসান ঘটালেন। ছবিটা আসলে নকল। মুখ্যমন্ত্রী তাঁর লন্ডন সফর কালে শিল্পপতি লক্ষ্মী মিত্তলের সাথে সাক্ষাৎ পর্বে এই ছবি তোলা হয়েছিলো।
আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে
এখন ঐ ছবিতেই ফটোশপ সফ্টওয়্যারের সাহায্যে লক্ষ্মী মিত্তলের জায়গায় আসারাম বাপুর ছবি বসিয়ে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী এই ঘটনার পিছনে বিজেপি পরিচালিত সোস্যাল মিডিয়া বাহিনীর ভূমিকার কথা নাম না করেই ইঙ্গিত করেছেন। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বললেন, ”বাংলাদেশের ছবি দিয়ে এখানকার ইস্তেহার না ছাপিয়ে, লক্ষ্মী মিত্তলের ছবি নিয়ে কোনও একটা শয়তান লোকের ছবি দিয়ে এসব অপপ্রচার না করে রাজনৈতিক সৌজন্য দেখিয়ে গণতান্ত্রিক লড়াই করুন,” অল্প কদিন আগেই মুখ্যমন্ত্রী ও রাজ্যে নির্বাচন কমিশনারের ছবি বিকৃত করে প্রথমে মোবাইল ফোন ও পরে সোস্যাল মিডিয়ায় প্রকাশিত হয়ে যথেষ্ট আলোড়ন তৈরী করে। আর এখন এই ছবি নিসন্দেহেই নির্বাচনের আগে রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করার হাতিয়ার হিসেবে ব্যবহার করার করা ভাবা হয়েছিলো। তবে এই ছবির পিছনে লুকিয়ে থাকা সত্যতা প্রকাশ্যে নিয়ে এসে মুখ্যমন্ত্রী নিজেই বিরোধীদের করা সমস্ত পরিকল্পনায় জল ঢেলে দিলেন।