অমিত শাহ-নরেন্দ্র মোদী যুগলবন্দীর সবথেকে বড় পরীক্ষার ফল অর্থাৎ গুজরাট বিধানসভা নির্বাচনের ফল বেরোতে আর মাত্র তিন দিন বাকি। তার আগেই নতুন ইনিংস শুরু করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। গুজরাট থেকে তিনি এবার বিজেপির টিকিটে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছেন আর আজ শীতকালীন অধিবেশনের প্রথম দিনে সংসদের অধিবেশনে যোগ দিলেন তিনি।
রাজ্যসভায় প্রবেশ করেই সকলের উদ্দেশ্যে রীতিমতো কোমড় ভেঙে, মাথা নত করে প্রণাম করেন তিনি। প্রসঙ্গত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রথমবার লোকসভায় ঢুকে নতজানু হয়ে প্রণাম করেন। অমিত শাহ উচ্চকক্ষে প্রবেশ করার পরে শাসক দলের অনেক সাংসদ ও মন্ত্রী এগিয়ে আসেন দলের সভাপতিকে প্রণাম জানাতে। রাজ্যসভায় এলেও এখনি কোনো মন্ত্রকের দায়িত্ত্ব তিনি নেবেন না আগেই জানিয়ে রেখেছিলেন, কিন্তু তাতেও তাঁর গুরুত্ত্ব যে সামান্যতম খর্ব হচ্ছে না তা তাঁর জন্য নির্দিষ্ট আসন বিন্যাসেই প্রমাণিত। একেবারে প্রথম সারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অর্থমন্ত্রী তথা রাজ্যসভার নেতা অরুণ জেটলির পরে তৃতীয় আসনটিই নির্দিষ্ট করা হয়েছে অমিত শাহর জন্য।
নতুন ইনিংস শুরু করলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ
আপনার মতামত জানান -