
রবীন্দ্র জয়ন্তীতে ‘কবি প্রণাম’ শ্রদ্ধাঞ্জলিতে এবার এক অনন্য প্রয়াস নিয়ে এল তারকাটা ব্যান্ড। হিন্দুস্থান রেকর্ডস এর হাত ধরে বের হল তাদের ভিডিও অ্যালবাম। ‘আমি শুধু রইনু বাকি’ গানটিকে নতুন ভাবধারার অনন্য মিশ্রনে অথচ গানটির গভীরতা বজায় রেখে এক অনবদ্য উপহার দিলেন বাংলার মানুষকে। এই ব্যান্ডের অন্যতম সদস্যরা হলেন – ভোকালে সন্দীপ, গিটারে ডাম্পি ও অনির্বান, বেস গিটারে অভিজিৎ, ড্রামে সৌরভ, পারকিসনে রূপম এবং ক্যামেরায় সৈকত। একনজরে সেই অনবদ্য গানটির ভিডিও –
আপনার মতামত জানান -