
গত ১৭ জানুয়ারী ছিল বিশ্ব বাংলা বানিজ্য সম্মেলনের দ্বিতীয় এবং শেষ দিন । এদিন মুখ্যমন্ত্রী ঘোষনা করেন আগামী কয়েক বছরে ২০ লক্ষ কর্মসংস্থান হবে । মুকেশ আম্বানির লগ্নি প্রসঙ্গে বলেন , শুধু তাঁর লগ্নিতেই প্রায় ১ লক্ষ কর্মসংস্থান হবে। তিনি আরও জানান কর্মসংস্থান মূলত মোবাইল পরিষেবা ওউৎপাদন ক্ষেত্রে হবে। এবারের বানিজ্য সম্মেলন কে মাননীয়া মুখ্যমন্ত্রী ‘টপ অফ দ্য টপ’ বলে ঘোষনা করেন। বানিজ্য সম্মেলনের প্রথম দিনে বিশ্বের শিল্পপতীদের প্রতিক্রিয়া ছিল উল্লেখযোগ্য। সেই নিয়ে আবেগঘন হয়ে মুখ্যমন্ত্রী বক্তৃতাও দেন। যদিও প্রথম দিন তিনি স্পষ্ট করে বলেনি যে মুকেশ আম্বানি ও লক্ষী মিত্তলদের বিনিয়োগের পরিমান ঠিক কত। কিন্তু বুধবার অর্থাৎ সম্মেলনের দ্বিতীয় দিন এ বিষয়ে সম্পুর্ণ তথ্য প্রকাশ করেন। এদিনে মুখ্যমন্ত্রী জানান, ” এখনও পর্যন্ত প্রায় ২লক্ষ ২০ হাজার কোটি টাকার লগ্নির প্রস্তাব এসেছে। সব মিলিয়ে ২০ লক্ষ কর্মসংস্থান হবে। মোবাইল পরিষেবা, স্মার্ট অ্যাপ, উৎপাদন ক্ষেত্রে কর্মসংস্থান হবে। সেক্ষেত্রে প্রতি বিভাগে ১ লক্ষ করে কর্ম সংস্থান হবে। মুকেশ আম্বানির লগ্নিতেই আগামী এক বছরে ১ লক্ষ কর্মসংস্থান হবে। এছাড়াও এই সম্মেলনে মোট ১১০ টি মউ স্বাক্ষর হয়েছে বলে তিনি জানান।
পাশাপাশি তিনি বলেন, এ রাজ্যে শিল্পের অনুকূল পরিবেশ রয়েছে। কৃষি ও শিল্প এ রাজ্যে পাশাপাশি চলে। দায়িত্ববোধই আমাদের পরিচয়, আপনাদের আমরা বঞ্চিত করব না। পশ্চিমবঙ্গকে নিজের ঘর ভাবুন। এদিন মুখ্যমন্ত্রী হাজির সকল শিল্পপতীদের ধন্যবাদ জানিয়ে তাঁদের উদ্দেশে বলেন , ” আপনাদের জন্য এই শিল্প সম্মেলন আজকে সফল।” সম্মেলনের শেষ দিনে আগামী বছরের শিল্প সম্মেলনের তারিখ ঘোষনা করেন মুখ্যমন্ত্রী তিনি জানান, ২০১৯ এ ৭-৮ ফেব্রুয়ারি আবার বানিজ্য সম্মেলম অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে এবছরের বানিজ্য সম্মেলন সাড়া ফেলতে সক্ষম হয়েছে , এখন প্রস্তাব বাস্তবায়িত হওয়ার দিকে তাকিয়ে জন সাধারন।