বেশ কিছু বছর আগে শিক্ষা পর্ষদের সিদ্ধান্ত নিয়েছিল যে পাশ-ফেল প্রথা তুলে দেওয়া হবে। আর সেই মতো উঠে যায় পাস – ফেল। তবে এতে অভিভাবক এবং পড়ুয়া মহলের একটা বড় অংশের কাছে বিষয়টি বেশ নিন্দনীয় হিসাবে আলোচিত হয়েছিল। তবে সেই সময় সরকারের তরফ থেকে এর স্বপক্ষে জানানো হয়েছিল ছাত্রদের মধ্যে বিভেদ দূর করিয়ে তাদের মনোবল বাড়ানোর জন্যই এই সিস্টেম চালু করা হয়েছে ।
কিন্তু কয়েক বছরের মধ্যেই আবারো নিজেদের সিদ্ধান্তের পাশাকেই উল্টে দিয়ে রাজ্যে যে আবারো পাশ-ফেল প্রথা ফিরে আসছে গতকাল বিধানসভায় সেই আভাস দেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং পার্থ বাবুর সেই কথায় দিনের শেষে আজ সিলমোহর দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
আপনার মতামত জানান -