অনুব্রত মণ্ডলকে কুকথা বলার জন্য নাম করে প্রকাশ্যেই ধমক দিলেন মুখ্যমন্ত্রী। আর একেই হাতিয়ার করে অধীর চৌধুরী বলেন “মুখ্যমন্ত্রীর হঠাৎ করে আক্কেল গুড়ুম হয়েছে। এখন ভাবছেন ভদ্র হতে হবে। এখন অক্সিজেনের শর্টেজ চলছে তাই তিনি থামতে বলছেন। মমতা ব্যানার্জি নিজেই তো কুকথার জননী। তো তাঁর সন্তানরা কি কুকথা না শিখে সুকথা শিখবে?”
আপনার মতামত জানান -