বাবা-মামার রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণা নিয়ে মুখ খুললেন শুভ্রাংশু রায় রাজ্য May 9, 2018 রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে মুকুল রায়ের শ্যালক সৃজন রায় – এর বিরুদ্ধে। অভিযোগ ইউপিএ সরকার থাকার সময় যখন মুকুল রায় রেলমন্ত্রী হন তখন নাকি সৃজনবাবু কয়েকজন যুবক-যুবতীর কাছ থেকে চাকরি পাইয়ে দেবার নাম করে লক্ষাধিক টাকা নেন আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে কিন্তু চাকরি না পেয়ে তাঁরা পুলিশের কাছে অভিযোগ করেন এরপর এতদিন পর এদিন সৃজনবাবু-কে গ্রেফতার করে বীজপুর থানার পুলিশ। আর প্রতিটিতেই নাম রয়েছে মুকুল রায়েরও। এদিন এই নিয়েই মুখ খুললেন বীজপুর থানার বিধায়ক ও মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়। তিনি সাংবাদিকদের বলেন, ”মনে হয় না এমন কোনও ঘটনা ঘটেছে।” আপনার মতামত জানান -