তৃণমূলের দুটি গোষ্ঠীর অন্তর কোন্দলের ঘটনায় দক্ষিণ ২৪ পরগনার বামনঘাটার গোটা এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।স্থানীয়দের অভিযোগ,ওই এলাকার দুই তৃণমূল গোষ্ঠীর মধ্যে গত কিছুদিন ধরেই চলছিল এলাকা দখলের লড়াই।এবং গতকাল রাতে তা সংর্ষের রূপ ধারণ করে।অভিযোগ তৃণমূল নেতা প্রদীপ মণ্ডল ও আরাবুল ইসলামের অনুগামীদের উপর আক্রমণ চালায় স্থানীয় যুব তৃণমূল নেতা নিত্যগোপাল মণ্ডলের অনুগামীরা।তার পাল্টা জবাব দেবার জন্য প্রদীপ মণ্ডলের অনুগামীরা হামলা করে ওপর গোষ্ঠীর তৃণমূল কর্মীদের উপর।দুই পক্ষের এই হাতাহাতিতে এক শিশু ও মহিলা সহ পাঁচজন আহত হয়েছে।পাশাপাশি জয়নগর থানার বাসিন্দা তথা তৃণমূল কর্মী আব্দুল সোহম মন্ডলের বাড়ি পুড়িয়ে দেবার অভিযোগও উঠেছে।ওই বাড়ির কোনো সদস্য আহত না হলেও বাড়ির সকল জিনিস আগুনে ভষ্মীভুত হয়েছে।
পুরো ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে উত্তেজনা।গোটা এলাকায় নজদারী রাখবার মোতায়েন করা হয়েছে পুলিশ। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ তার তদন্ত শুরু করেছেন।