
বৃহস্পতিবার বাঁকুড়া জেলায় অনুষ্ঠিত হলো আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে বিজেপি দলের দলীয় কর্মসূচী। এদিন ঐ কর্মীসভায় উপস্থিত ছিলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং বিজেপি নেতা সায়ন্তন বসু।
আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে
লকেট চট্টোপাধ্যায় এদিনের সভায় দলীয় কর্মীদের উদ্দেশ্য বক্তৃতায় বললেন, ”মারের বদলা মার। ওরা যদি মেরে আমাদের কর্মীকে কোমায় পাঠিয়ে দেয়। তাহলে আপনারাও মেরে কোমায় পাঠিয়ে দিন ওদের। কোমার বদলা কোমা।” তিনি দাবি করলেন রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস বৃদ্ধি পেলে তা আখেরে বিজেপি দলের শক্তি বৃদ্ধিতে সাহায্য করবে। তাঁদের ভোটের পরিমান ও বৃদ্ধি পাবে।তাই তাঁর আশা, এবার পঞ্চায়েত নির্বাচনে মানুষ পদ্ম-প্রতীকে ভোট দিয়ে এই সন্ত্রাসের জবাব দেবেন । কেন মানুষ সরকার বিরোধীতা করবে সেই প্রশ্নের উত্তর তিনি নিজেই দিয়ে বললেন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পাচ্ছে। তার পর সেই টাকা খরচ করা হচ্ছে। কোনও প্রকল্পের টাকাই রাজ্য সরকারের নিজের নয়। কেন্দ্রের টাকা থেকেই খরচ হচ্ছে।সাধারণ মানুষ এই বিষয়টি বুঝতে পারছেন। তাই তৃণমূল কংগ্রেস এত সন্ত্রাস করছে বলে তাঁর অভিযোগ। মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী এদিন রাজ্যের এই সন্ত্রাসের মধ্যে যাঁরা বিজেপির হয়ে মনোনয়ন জমা দিতে পেরেছেন, তাঁদের ধন্যবাদ জানালেন। সবভায় উপস্থিত অন্য আরেক বিজেপি নেতা সায়ন্তন বসু দলীয় কর্মীদের উদ্দেশ্যে তাঁর বক্তৃয়াউ শাসকদলের সমালোচনা করে বললেন, ”যারা সন্ত্রাস করেছে। আপনারা তার তালিকা দিন। আমরা ব্যবস্থা নেব।”
আজ থেকে প্রিয় বন্ধু বাংলার অফিসিয়াল ফেসবুক আইডি হল – Priyo Bandhu Bengali
আমাদের সব খবর, সমস্ত আপডেট পাওয়া যাবে এখানেই – https://www.facebook.com/pbmediaofficial/