সমস্ত জল্পনাকে তুঙ্গে রেখে এদিন দক্ষিণ ২৪ পরগনার একটি প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ও শোভন চট্টোপাধ্যায়ের ঘনিষ্ট আলাপচারিতা প্রকাশ্যে এলো। সূত্রের খবর এদিন এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশের আসনে ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং তাঁর পাশেই আসন ছিল শোভনবাবুর। এদিন নানা প্রশ্নের উত্তর দেওয়ার আগে মুখ্যমন্ত্রী নিচু স্বরে শোভনবাবুর সাথে আলোচনা করে নিচ্ছিলেন বলে খবর।
আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে
এদিন প্রশাসনিক বৈঠকে দু’জনকে দেখে কিন্তু নেতা-মন্ত্রীদের অনেকেরই মনে হয়েছে, ‘দূরত্ব’ কিছুটা হলেও কমেছে।এদিন ‘ব্রতচারী’র জমি সংক্রান্ত বিষয় নিয়েও শোভনবাবুকেই ‘ব্যাপারটা দেখার’ নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা ছাড়াও আরো অন্যান্য অনেক বিষয় মেয়রের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জানা গেছে মেয়রের শ্বশুর দুলাল দাসের জমি সংক্রান্ত প্রশ্নের উত্তরও মুখ্যমন্ত্রী মেয়রের সাথে আলোচনার পরেই জানান। মুখ্যমন্ত্রী ও শোভনবাবুর এমন আলাপচারিতায় এঁদের দূরত্ব কিছুটা হলেও কমেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।