অনুব্রত মন্ডল বীরভূমের জেলা সভাপতি জেলা জুড়ে ধুমধাম করে রামনবমী পালনের নির্দেশ দিয়েছেন। আর এবার তাকে পাল্টা দিলেন অনুব্রত।এই সেই নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। এদিন তিনি কটাক্ষ করে তৃণমূলের রামনবমীকে ‘নকল রামনবমী’ বলেন। এদিন লোকেটদেবীকে তিনি বলেন , “উনি অভিনয়টা ভাল জানেন। কিন্তু উনি রামনবমী জানেন না। উনি ভাল পণ্ডিতের কাছ থেকে রামনবমী শিখে আসুন।’’ এখনো পর্যন্ত বিজেপি বা লকেট চট্টোপাধ্যায়-এর তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আপনার মতামত জানান -