আসন্ন পঞ্চায়েত নির্বাচনে শাসকদল প্রবলভাবে জয়ের দাবীদার এমনটাই জানালেন তৃণমূল মহাসচিব।তার কথায়,মানুষ তাদের চায় কারণ মানুষ জানে তারাই পঞ্চায়েতে ঠিকঠাক পরিষেবা পৌছে দিতে পারবে।তারা এটাও জানে উন্নয়নের অপর নামই তৃণমূল।বিরোধীদের কাছে উন্নয়ন তো দূরের কথা,সঠিক সংগঠনই নেই কোনো।তাই পদ্মশিবিরে এবার একটাই কুঁড়ি ফুটবে না এমনটাই দাবী পার্থ চট্টোপাধ্যায় এর।
আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে
পার্থবাবু আরো জানান যে বিরোধীরা নিজেরাই ঠিকঠাক মনোনয়ন করতে পারছে না দলগত অনৈক্য ও ক্ষমতার অভাবে আর দোষ দেয় শাসকদলের।তৃণমূল সরকার যুবশ্রী,কন্যাশ্রী,সবুজসাথী প্রকল্পের হাত ধরে গ্রামে যে উন্নয়ন এনেছে সে উন্নয়ন গেরুয়াশিবিরে কোথায়?তাদের রয়েছে খালি পরিকল্পনার অভাব,পারস্পরিক উসকানি মতবিরোধ এবং দূর্বল সংগঠন।পার্থবাবু আরো জানান যে বিরোধীরা নির্বাচন কমিশনকে হাইকোর্ট-সুপ্রিম কোর্টের ভয় দেখিয়েছে।তার দাবী শুধু টিভিতে বড় বড় কথা বলে ভোটে জেতা যায় না।মানুষের মন জেতা লাগে। মা মাটি মানুষের সরকার যেভাবে উন্নয়নকে মানুষের দোরগোড়ায় পৌছে দিয়েছেন তা মানুষ দেখেছে বলেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন তাদের জয়ের ইতিহাসই লিখবে।