মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানলেন রাজ্যের আর্থিক ক্ষতি কিছুতেই মেনে নেওয়া হবে না। এমনকি মেনে নেওয়া হবে না যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কেন্দ্রের কোনও হস্তক্ষেপও। এমনকি পঞ্চদশ ‘অর্থ কমিশনের শর্ত মেনে নিলে রাজ্যকে ২২ থেকে ৩৫ হাজার কোটি টাকা আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। রাজ্যের প্রতি হঠাৎ বিরূপ আচরণের কারণ কী জানতে চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপে স্বভাবতই অনুপ্রাণিত হয়েছে অন্যসব রাজ্যের অর্থমন্ত্রীরা। মুখ্যমন্ত্রীর এই চিঠির পরে সাত ঘণ্টা ধরে বৈঠক করে বিরোধী রাজ্যের অর্থমন্ত্রীরা।বৈঠকে স্থির হয়েছে পুরো বিষয়টির সমাধানের জন্যে রাষ্ট্রপতির হস্তক্ষেপ দরকার। এদিনের বৈঠকে পশ্চিমবঙ্গের সাথে প্রতিবাদে গলা মিলিয়েছে দিল্লি, পাঞ্জাব, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশ, কেরল এবং কর্ণাটক। এর ভিত্তিতেই উল্লিখিত বিরোধী রাজ্যের অর্থমন্ত্রীদের একত্রিত করে অমরাবতীতে প্রাথমিক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। স্থির হয় এই বিষয়ে নেওয়া হবে এমন পদক্ষেপ ও। অতি শীঘ্র এই বিষয়ে অন্য বিরোধী রাজ্যগুলিকেও একজোট করা হবে বলে জানা গিয়েছে।