কলকাতা হাইকোর্টে দীর্ঘদিন চলা লুক আউট নোটিশের হলো নিস্পত্তি।নারদাকান্ডের অভিযুক্ত ম্যাথু স্যামুলের লুক আউট নোটিশ বাতিল করলো কোর্ট ।নোটিসের নিস্পত্তির জন্য আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিল স্যামুলের আইনজীবীরা।শেষপর্যন্ত অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনেরাল (এএজি) অভ্রতোষ মজুমদার ঘোষণা করেন,বাতিল করা হয়েছে লুক আউট নোটিশ।
প্রসঙ্গত ২০১৬র ৫ অগাস্ট লালবাজার পুলিশ নারদাকান্ডের অভিযোগে ম্যাথু স্যামুলের বিরুদ্ধে লাগু করেন লুক আউট নোটিশ।কিন্তু তারপর কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে নারদাকান্ডের তদন্ত থেকে লালবাজারকে বিরত থাকবার নির্দেশ দেওয়া হয়।পরে ম্যাথুর আইনজীবী তার মক্কেলের উপর লুক আউট নোটিশ প্রত্যাহারের জন্য আবেদন করেন।কিন্তু এতদিন পর্যন্ত কোর্টের পক্ষ থেকে করা হয়নি কোনো সুলহ।এদিন পুনরায় ম্যাথুর আইনজীবীরা নোটিসের প্রত্যাহারে বিষয়টিকে তুললে অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনেরাল (এএজি) অভ্রতোষ মজুমদার জানান,ইতিমধ্যেই নিস্পত্তি করা হয়েছে ওই লুক আউট নোটিশের।