
৩৩০ টি কেন্দ্রে ভোটগননা বৃহস্পতিবার সকালেই। অপেক্ষার আর মাত্র কয়েকটি ঘন্টা। জানা যাচ্ছে প্রথমে গ্রাম পঞ্চায়েত তারপর পঞ্চায়েত সমিতি এবং শেষে গণনা হবে জেলা পরিষদের ভোট। গণনা শুরু হবে সকাল ৮ টা থেকে। তার জন্য সকাল ৭ টা ৩০ মিনিটে খোলা হবে স্ট্রিং রুম। প্রত্যেক গণনা কেন্দ্রে থাকবে ২০ টি টেবিল এবং ভিডিওগ্রাফি করার ব্যবস্থা। গণনাকেন্দ্রে অবজারভার এবং রিটানিং অফিসার ছাড়া অন্য কারোর মোবাইল ফোন ব্যবহারের নির্দেশ নেই। এছাড়া গণনাকেন্দ্রের ২০০ মিটারের ভিতর ১৪৪ ধারা জারির করা হবে এমনটাও বলা আছে নির্দেশিকায়। কমিশন সূত্রের খবর থেকে এটাই জানা গেছে।
আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে
সকাল ৯ টার দিকে ভোটের প্রথম ফল পাওয়ার সম্ভাবনার কথা জানালো কমিশন। দুপুর ২ টো নাগাধ গ্রাম পঞ্চায়েতের পূর্ণাঙ্গ ফল চলে আসতে পারে বলেই আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়াও জানা গেছে, গ্রাম পঞ্চায়েতে ভোট গণনার সময় প্রার্থী ছাড়াও নির্বাচনী এজেন্ট থাকার নির্দেশ রয়েছে। এবং পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের গণনার সময় গণনার এজেন্ট থাকতে পারেন প্রার্থী এবং নির্বাচনী এজেন্ট থাকার পাশাপাশি।