
মুকুল রায়ের অভিযোগের পর বিশ্ববাংলা নিয়ে জল অনেকদূর গড়িয়েছে। জড়িয়েছে মুখ্যমন্ত্রীর নাম ও। দলের অনেকে এই নিয়ে মুখ খুললেও চুপ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এবার আজ বিধানসভায় বিশ্ববিদ্যালয় বিলের কথা প্রসঙ্গে তিনি বললেন ‘বিশ্ব বাংলা লোগো আমার তৈরি। আমার স্বপ্ন এটা। আমি সরকারকে চুক্তির ভিত্তিতে তা ব্যবহার করতে দিয়েছি।’
ফেসবুকে আমাদের নতুন ঠিকানা, লেটেস্ট আপডেট পেতে আজই লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে
আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে।
আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে।
তিনি আরও জানান, ‘সরকার যদি তা কখনও ব্যবহার না করে তবে তার স্বত্ত্বাধিকার আমার কাছে ফিরে আসবে। এই লোগো বিক্রি হতে পারে না। স্বপ্ন বিক্রি করা যায় না।’ শুধু তাই নয় ‘বিরোধীরা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এমন কুৎসা রটাচ্ছে’ বলেও তিনি অভিযোগ করেছেন।