২০১৪ সালে লোক্সভা নির্বাচনের প্রচারে বিজেপি শিবিরের শ্লোগান ছিলো ‘অব কি বার মোদি সরকার’। এই শ্লোগান এবং বিগত দশ বছরের কংগ্রেস জমানার আর্থিক কেলেঙ্কারীর ঘটনা বিষয় পুঁজি করে সাফল্য পেয়েছিলো গেরুয়া শিবির। তবে এবার পরিস্থিতি একদলই আলাদা। বিজেপি সরকারের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি , অপশাসন সহ একাধিক বিষয়ের কথা উল্লেখ করে আগামী বছর লোকসভা নির্বাচনের প্রাক্কালে জোট গঠন করছে দেশের আঞ্চলিক রাজনৈতিক দলগুলি।
আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে
আর এই জোট যে ক্রমশঃ যথেষ্ট শক্তিশালী হয়ে উঠছে তার আভাস পাচ্ছে খোদ বিজেপি দলের শীর্ষ নেতৃত্ব। এই সময়েই বিজেপি শিবির তাঁদের আগামী বছর লোকসভা নির্বাচনের শ্লোগান , ‘সাফ নিয়ত, সহি বিকাশ। ২০১৯ পে ফির মোদি সরকার।’ যদিও এখনও নির্বাচনের অনেক দিন বাকি। এর মধ্যে অনেক রাজনৈতিক উত্থান পতন ঘটবে। তবুও এই শ্লোগান এবং কুশলী শক্তির জেরে গেরুয়া শিবিরের ২০১৯ সালের পটভূমিতে কী রাজনৈতিক ভবিষ্যত তৈরী হয়ে সে দিকে তাকিয়ে রাজনৈতিক মহল সহ আপামোর ভারতবাসী।