
প্রায় ৬ বছর ধরে মামলা চলার পরে অবশেষে আজ টু-জি কেলেঙ্কারি মামলায় রায় দিল সিবিআইয়ের বিশেষ আদালত। দেশের বৃহত্তম আর্থিক কেলেঙ্কারির এই মামলা শুনানি নিয়ে আজ সকাল থেকেই উত্তপ্ত ছিল রাজধানীর পাটিয়ালা হাউস কোর্ট চত্বর। দিল্লি সূত্রে জানা যাচ্ছে, তথ্যপ্রমাণের অভাবে এই মামলায় অভিযুক্ত ১৬ জনকে বেকসুর খালাস দিল সিবিআইয়ের বিশেষ আদালত। সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারপতি ওপি সাইনির রায়ে আজ অভিযোগমুক্ত হলেন প্রাক্তন টেলিকমমন্ত্রী এ রাজা, ডিএমকে নেত্রী কানিমোঝি।
আপনার মতামত জানান -