
গতকাল উত্তর ২৪ পরগনার গাইঘাটায় বিজেপির রাজ্য নেতা জয় ব্যানার্জির জনসভা ছিল। রাজ্যের অন্যান্য জায়গার মতোই এদিন বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদান করলেন প্রায় ১২০০ রাজনৈতিক কর্মী। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের খাসতালুকে বামফ্রন্ট এবং তৃণমূল উভয় দল ছেড়েই এদিন বিজেপিতে যোগ দেন তাঁরা। বিজেপি সূত্রে আরো খবর এদিন যাঁরা বিজেপিতে যোগদিলেন তাঁদের মধ্যে রয়েছেন একাধিক প্রশাসনিক পদাধিকারী, এমনকি তৃণমূল কংগ্রেসের যুব সভাপতিও আছেন বলে জানা যাচ্ছে। এঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, রামনগর পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জীব পাণ্ডে, সুটিয়া পঞ্চায়েতের সদস্য তারক তরফদার ও তৃণমূলের স্থানীয় যুব সভাপতি কৃষ্ণ সাধুখাঁ।
আপনার মতামত জানান -