২০১৬ সালে এক লড়াই করে বাংলায় ২৯৪ টি বিধানসভা আসনের মধ্যে ২১১ টি আসন জিতে নেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। পরবর্তীকালে দুটি বিধানসভা উপনির্বাচনে জিতে ওই দুটি আসনও কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নেয় তাঁর দল। কিন্তু এর মাঝেই দুই বিরোধী দল কংগ্রেস ও বামফ্রন্ট থেকে জয়ী বিধায়করা একপ্রকার লাইন দিয়েই তৃণমূল কংগ্রেসে যোগ দিতে থাকেন। বিশেষ করে, ২০১৬ তে প্রবল ‘মমতা-ঝড়ের’ মাঝেও যে দুই জেলাতে (মালদা ও মুর্শিদাবাদ) সেভাবে দাঁত ফোটাতে পারেনি তৃণমূল কংগ্রেস।
আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে
প্রসঙ্গত, কিছুদিন আগেই মুর্শিদাবাদ জেলার দুই দাপুটে বিধায়ক – কান্দি বিধানসভার অপূর্ব সরকার ও মুর্শিদাবাদ বিধানসভার শাওনী সিংহ রায়, কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এর মধ্যেই জল্পনা ছড়ায় গঙ্গারামপুরের কংগ্রেস বিধায়ক গৌতম দাস তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন। ‘যা রটে, তার কিছুটা ঘটে’ বলে সেই জল্পনা উস্কে দিয়েছেন স্বয়ং গৌতমবাবুই। এর মাঝেই তীব্র জল্পনা – কংগ্রেসের আরো তিন বিধায়ক আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন, তবে এই নিয়ে এখনো কোনো সরকারি প্রতিক্রিয়া শাসকদল তৃণমূল কংগ্রেসের কাছ থেকে পাওয়া যায় নি। এঁদের মধ্যে আছেন –
১. মালদার এক বিধায়ক
২. মুর্শিদাবাদের এক বিধায়ক
৩. কলকাতার খুব নিকটবর্তী এক বিধায়ক