
সকাল থেকে চলছে গণনা – অবশেষে ঘোষিত হল উলুবেড়িয়া কেন্দ্রের ফল। দেখে নিন কি দাঁড়াল শেষ ফলাফল –
১. সাজদা আহমেদ – তৃণমূল – ৬,৯৪,৬১৭ (৫৩.০২%)
২. জয় বন্দ্যোপাধ্যায় – বিজেপি – ৪,৭৯,০১৬ (৩৬.৫৭%)
৩. মাকসুদা খাতুন – বামফ্রন্ট – ৮১,১৪৯ (৬.১৯%)
৪. সোমা রানিশ্রী রায় – কংগ্রেস – ২৭,৫৫৫ (২.১০%)
৫. অন্যান্য – ১.৪৮%
৬. নোটা – ০.৭২%
তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির জয় বন্দ্যোপাধ্যায়কে ২,১৫,৬০১ ভোটে পরাজিত করলেন।
ফেসবুকের কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য সব আপডেট আপনাদের কাছে সবসময় পৌঁচ্ছাছে না। তাই আমাদের সমস্ত খবরের নিয়মিত আপডেট পেতে যোগদিন আমাদের হোয়াটস্যাপ বা টেলিগ্রাম গ্রূপে।
১. আমাদের Telegram গ্রূপ – ক্লিক করুন
২. আমাদের WhatsApp গ্রূপ – ক্লিক করুন
৩. আমাদের Facebook গ্রূপ – ক্লিক করুন
৪. আমাদের Twitter গ্রূপ – ক্লিক করুন
৫. আমাদের YouTube চ্যানেল – ক্লিক করুন
প্রিয় বন্ধু মিডিয়ায় প্রকাশিত খবরের নোটিফিকেশন আপনার মোবাইল বা কম্পিউটারের ব্রাউসারে সাথে সাথে পেতে, উপরের পপ-আপে অথবা নীচের বেল আইকনে ক্লিক করে ‘Allow‘ করুন।
কি জানিয়েছিল প্রিয় বন্ধু মিডিয়ার করা এক্সিট পোল?
সাজদা আহমেদ – তৃণমূল কংগ্রেস – ৩৯%
জয় বন্দ্যোপাধ্যায় – বিজেপি – ৩৫%
মাকসুদা খাতুন – বামফ্রন্ট – ২০%
সোমা রানিশ্রী রায় – কংগ্রেস – ৩%
অন্যান্য – ২%
নোটা – ১%
তৃণমূল নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপিকে ৬০,০০০ – ৮০,০০০ ভোটে পরাজিত করতে পারে।
প্রিয় বন্ধু মিডিয়ার করা এক্সিট পোল দেখে নিন নীচের ভিডিওতে –