এতদিনের বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মন্ডল বিরোধীদের প্রকাশ্য মঞ্চ থেকে মারধরের হুমকি দিতেন। আর এবার তাঁর সুরেই সুর মেলালেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অরূপ চক্রবর্তী। কলকাতার এক নামী সংবাদপত্রের খবর অনুসারে, দুদিন আগে গত শনিবার বাঁকুড়ার ওন্দা ব্লকের রামসাগরে তৃণমূল কংগ্রেসের প্রকাশ্য সভামঞ্চ থেকেই অরূপ বাবুবলেন –
১. পুলিশ অফিসারদের বলছি, তৃণমূলকে কিন্তু গ্রেফতার করা চলবে না
২. বিজেপি মার খাবে
৩. জিভ কেটে নেবেন
৪. হাত পা ভেঙে দেবেন
৫. আর কোনও রেয়াত নেই
৬. আমরা বুঝে নেব
৭. দলনেত্রী বলেছিলেন, বদলা নয়, বদল চাই
৮. আমরা ভুল করেছিলাম বন্ধু
৯. আর বদল নয়, বদলাই হবে
১০. আমরাও দেখে নিতে চাই বিজেপির বুকের পাটা কত বড়
যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই সংবাদপত্রে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই সংবাদপত্রে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।