
এবার তুলকালাম কাণ্ড ঘটে গেল শুভেন্দু অধিকারীর খাসতালুক তমলুক ও নন্দকুমারে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, পান বিক্রির টাকার উপর আড়তদাররা কমিশন বাড়িয়ে দেওয়ার প্রতিবাদে গতকাল পান চাষিদের বিক্ষোভের জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। মারপিটের ঘটনায় দুপক্ষের মোট সাতজন জখম হন, বিক্ষোভের জেরে নিমতৌড়িতে ৪১ নম্বর জাতীয় সড়ক প্রায় আড়াই ঘণ্টা অবরুদ্ধ থাকে। নষ্ট হয়ে যায় কয়েক কোটি টাকার পান। প্রশাসন ও পুলিশের প্রতিনিধিরা কোনওমতে আলোচনার আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
আপনার মতামত জানান -