
এবার পুজোর মুখে কেন্দ্রের তরফ থেকে বড় মাপের উপহার পেতে চলেছেন রেলের 12 লক্ষ নন গেজেটেড কর্মী। সূত্রের খবর, আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে রেলের 11 লক্ষ 91 হাজার নন জেজেটেড কর্মীকে প্রায় 18 হাজার টাকা করে উৎপাদনভিত্তিক বোনাস দেওয়ার ব্যাপারে অনুমোদন দেওয়া হয়েছে।
জানা গেছে, এর জন্য কেন্দ্রের খরচ হবে আনুমানিক 2 হাজার 44 কোটি টাকা। কিন্তু হঠাৎ এই প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাসের কারন কী? জানা গেছে, রেলের কর্মীরা যাতে আরও সুনিপুন ভাবে কাজ ক
ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে
এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে
রে এবং তাদের কাজের ওপর ভিত্তি করে যাতে রেলের উৎপাদন আরও বৃদ্ধি পায় সেই কথা মাথায় রেখেই এই নন গেজেটেড রেল কর্মীদের উৎসাহ ভাতার ব্যাবস্থা করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, 1979-80 আর্থিক বছরে এই উৎপাদনভিত্তিক বোনাসের বন্দোবস্ত করেন রেল কতৃপক্ষ। মূলত যেসব কর্মীদের বেতন সাত হাজার টাকার মধ্যেই তারা এই বোনাস পাবেন। 12 লক্ষের মধ্যে এক জনের পকেটেই যাবে 17 হাজার 951 টাকা করে। জানা জেছে, এই নন গেজেটেড কর্মী সারা দেশে আছে। তাই সামনে উৎসবের মরশুম; তাই পুজোর ছুটির পরেই এই বোনাস দেওয়ার কাজ সম্পন্ন করতে চাইছে রেল। কিন্তু এই বোনাসের টাকা আরপিএফ এবং সিআরপিএফ কর্মীরা না পাওয়ায় তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক মহলের মতে, সামনেই 2019 এর লোকসভা ভোট। তাই রেলের নন গেজেটেড কর্মীদের উৎসাহভাতা দিয়ে তাদের মন জয় করতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার।