
গত ২১ শে জুন দেশ জুড়ে পালিত হলো আন্তজার্তিক যোগ দিবস। এই উপলক্ষ্যে উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ মোদী। এছাড়াও সেদিনের অনুষ্ঠাণে ছিলেন প্রায় ৫০ হাজার স্বেচ্ছাসেবক।
আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে
এই অনুষ্ঠানেই অসুস্থ হয়ে মারা গেলেন সুধা মিশ্র নামক জনৈক ৭৩ বছর বয়সি এক মহিলা। জানা যাচ্ছে ওই মহিলা অনুষ্ঠান চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন। এরপরে দ্রুত তাঁকে পার্শ্ববর্তী হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে যাওয়া হয়।
এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে
সেখানেই কিছুক্ষন পরে ঐ মহিলা মারা যান। এদিনের ঘটনা প্রসঙ্গে সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাত্কারে এসপি প্রদীপ রাই বললেন, ”ওই অনুষ্ঠানস্থলে মেডিক্যাল দল এবং অ্যাম্বুল্যান্স ছিল। ওই মহিলা অসুস্থ হওয়ার পর পুলিস তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিত্সা চলাকালীন মারা যান ওই মহিলা। তবে মৃত্যুর আসল কারণ সম্পর্কে চিকিত্সকরাই বলতে পারবেন।’’