সরকারী কর্মীদের মুখে হাসি ফোটাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বিশেষ পদক্ষেপ গ্রহণ করলেন। বিগত বছরের মতো জামাইষষ্ঠীর দিনে রাজ্য সরকারী কর্মচারীদের জন্যে অর্ধদিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। সরকারী সূত্রে জানা যাচ্ছে চলতি মাসের ১৯ তারিখ অর্থাৎ আগামী সপ্তাহে মঙ্গলবার জামাইষষ্ঠীর দিন সমস্ত সরকারি ও সরকারি সহায়তাপ্রাপ্ত প্রতিষ্ঠান দুপুর ২ টোর পর বন্ধ হয়ে যাবে। এদিন নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি পেশ করে এই কথা জানানো হলো।
আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে
মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় সরকারী কর্মচারীরা আনন্দে আত্মহারা হলেও বিরোধী দলগুলি সরকারী সিদ্ধান্তে বিরোধীতায় কসুর করলো না। বিরোধীদের দাবি যে মুখ্যমন্ত্রী কর্ম সংস্কৃতি কথা বলেন তিনিই আবার কর্মচারীদের নানা কারণে ছুটি দিয়ে কর্মদিবস নষ্ট করছে। যা স্বভাবতই মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং কার্য পদ্ধতির মধ্যে বিস্তর অন্তর তৈরী করছে। মুখ্যমন্ত্রী বিরোধীদের এই স্পষ্ট জবাব দিয়ে জানান তিনি ক্ষমতায় আসার ফলে বৃদ্ধি পেয়েছে রাজ্যে কর্ম দিবসের স্বাভাবিক সংখ্যা। আর সরকারের পক্ষ থেকে কর্মচারীদের এই ছুটী ধার্য করা হয়েছে মূলত তাঁদের আনন্দ দিতেই।