
শেষ হল কর্ণাটকের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। আর তারপরেই সামনে আসতে শুরু করল বিভিন্ন সংস্থার এক্সিট পোল। একনজরে দেখে নেওয়া যাক কি হতে চলেছে কর্ণাটক বিধানসভার সাম্ভাব্য ফলাফল? কি বলছে টাইমস নাউ-ভিএমআরের এক্সিট পোল?
কে কত আসন পেতে পারে?
কংগ্রেস – ৯০-১০৩
বিজেপি – ৮০-৯৩
জেডিএস – ৩১-৩৯
অন্যান্য – ২-৪
ভোট শতাংশের হিসাবে কে কোথায় দাঁড়িয়ে?
কংগ্রেস – ৩৮.৪%
বিজেপি – ৩৪.৬%
জেডিএস – ১৯.৮%
অন্যান্য – ৭.২%
আপনার মতামত জানান -