
লোকসভা নির্বাচনের পর থেকেই বাংলার রাজনীতি যেন ধর্মকেন্দ্রিক হয়ে দাঁড়িয়েছে। বিজেপির রামনামের পাল্টা তৃনমূলের জয়হিন্দ স্লোগানে সরগরম হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। আর লোকসভা নির্বাচনের পর যখন বিজেপি বাংলার ক্রীড়াজগত থেকে সেলেব মহলে নিজেদের প্রভাব বিস্তার করতে শুরু করেছে, ঠিক তখনই বিজেপির বাড়তি নজর ছিল বাংলার প্রিয় উৎসব দুর্গাপূজার দিকে।
শাসক ঘনিষ্ঠ একাধিক পুজো মণ্ডপকে নিজেদের বাগে নেওয়ার আপ্রাণ চেষ্টা করতে শুরু করেছিল গেরুয়া শিবির।কিন্তু বিজেপি বাংলার প্রিয় উৎসবকে হাত করে বাঙালির মনকে জয় করবার চেষ্টা করলেও এবার এই দুর্গাপুজো কমিটিগুলোকে আয়কর দপ্তর নোটিশ পাঠানোর পরে সেই বিজেপির বিরুদ্ধেই আন্দোলনে বসতে চলেছে তৃণমূল কংগ্রেস।
জানা গেছে, সম্প্রতি রাজ্যের অনেক দুর্গাপুজো কমিটিকে আয়কর দপ্তরের পক্ষ থেকে হিসেব চেয়ে নোটিশ পাঠানো হয়েছে। কিছুদিন আগে এই ব্যাপারে গর্জে উঠে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে তোপ থাকতে দেখা গিয়েছিল তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
যেখানে তিনি বলেছিলেন, দুর্গাপুজো কমিটিগুলোর গায়ে হাত পড়লে কেউ ছেড়ে কথা বলবে না। পাশাপাশি বাংলায় কেন্দ্রীয় সরকার দুর্গাপুজো বন্ধ করতে চাইছে বলেও কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন বাংলার প্রশাসনিক প্রধান। আর এবার এই ইস্যুতেই রবিবার দুপুরে একটি টুইট করে তৃণমূল এর বিরুদ্ধে প্রতিবাদে বসবে বলে জানিয়ে দিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়।
ফেসবুকের কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য সব আপডেট আপনাদের কাছে সবসময় পৌঁচ্ছাছে না। তাই আমাদের সমস্ত খবরের নিয়মিত আপডেট পেতে যোগদিন আমাদের হোয়াটস্যাপ বা টেলিগ্রাম গ্রূপে।
১. আমাদের Telegram গ্রূপ – ক্লিক করুন
২. আমাদের WhatsApp গ্রূপ – ক্লিক করুন
৩. আমাদের Facebook গ্রূপ – ক্লিক করুন
৪. আমাদের Twitter গ্রূপ – ক্লিক করুন
৫. আমাদের YouTube চ্যানেল – ক্লিক করুন
প্রিয় বন্ধু মিডিয়ায় প্রকাশিত খবরের নোটিফিকেশন আপনার মোবাইল বা কম্পিউটারের ব্রাউসারে সাথে সাথে পেতে, উপরের পপ-আপে অথবা নীচের বেল আইকনে ক্লিক করে ‘Allow‘ করুন।
সূত্রের খবর, রবিবার দুপুরে একটি টুইট করে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, “আয়কর দপ্তর অনেক দুর্গাপুজো কমিটিকে কর দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছে। উৎসব সকলের। কোনো পুজোতে ট্যাক্স বসানো হোক আমরা চাই না। আমাদের সরকার গঙ্গাসাগর মেলার উপর থেকে ট্যাক্স সরিয়ে নিয়েছে।
আমাদের দাবি দূর্গাপুজো কমিটিগুলোর ওপর কোনোরকম ট্যাক্স বসানো চলবে না।” তবে শুধু প্রতিবাদ করে ক্ষান্ত থাকাই নয়, আগামী 13 আগস্ট মঙ্গলবার সুবোধ মল্লিক স্কোয়ারের হিন্দি সিনেমার বিপরীতে তৃণমূল কংগ্রেসের বঙ্গ জননী শাখা এর বিরুদ্ধে ধর্ণায় বসবে বলেও জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তৃণমূলের বঙ্গজননী শাখার এই প্রতিবাদ ধরনায় যারা বাংলাকে ভালবাসেন, তাদের সকলকে যোগদান করার আহ্বান জানিয়েছেন তৃণমূল নেত্রী।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বঙ্গজননীর শাখাকে দিয়ে দুর্গাপুজোয় আয়কর দপ্তর নোটিশ পাঠানোর বিরুদ্ধে প্রতিবাদ ধর্নায় বসা সত্যিই একটা মাস্টারস্ট্রোকের শামিল। কেননা বাংলার দুর্গাপুজোকে বর্তমানে হাত করে বাঙালিদের আবেগকে নিজেদের দিকে টানতে মরিয়া গেরুয়া শিবির।
আর তাই তার আগে বিজেপির বিরুদ্ধে সরব হয়ে আয়কর দপ্তর বাংলার দুর্গাপুজো কমিটিকে যেভাবে নোটিশ পাঠিয়েছে, তার প্রতিবাদে নিজের বঙ্গজননীকে রাস্তায় নামাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার ফলে কেন্দ্র বনাম রাজ্যের দ্বৈরথ আরও অনেকাংশে বৃদ্ধি পাবে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।