
ফের শাসকদলের দিকে আক্রমণের তীর ছুঁড়লেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন বাগনানের চন্দনা পারে এক সভায় যোগ দিয়ে শাসকদলকে তোপ দাগলেন দিলীপবাবু।এদিন সভা মঞ্চ থেকে বলেন ,”বিজেপিকে কে যারা মারছে তাদের নাম লিখে রাখুন, ফোটো তুলে রাখুন। সময় এলে তার ব্যবস্থা নেওয়া হবে।”এদিন সভায় দলের সর্ব ভারতীয় সাধারন সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়, বাবুল সুপ্রিয়, মুকুল রায় প্রমুখ শীর্ষস্থানীয় নেতৃত্বরা উপস্থিত ছিলেন।পাশাপাশি তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বলেন ” তৃণমূল যদি নিজেদের ব্যবহার ঠিক না করে, তাহলে ওদের সেভাবেই উত্তর দেব।”একই সাথে তিনি বলেন ,বর্তমান বিজেপি ১০ বছর আগেকার মতো আর নাইটদের এখন সংগঠন যথেষ্ট মজবুত হয়েছে আর সেটা আসন্ন ভোটে তারা জয়ী হয়ে প্রমাণিত করবে।
আপনার মতামত জানান -