ভাঙড়ে জনসংযোগের উদ্দেশ্যে কৃষিমেলাকেই হাতিয়ার করল আবদুর রেজ্জাক মোল্লা। তৃণমূল সুত্রে খবর আগামী সোমবার ও মঙ্গলবার ঢিবঢিবা বাজারে এই কৃষিমেলার অনুষ্ঠিত হবে। তৃণমূল সুত্রে আরও জানা গেছে যে মঞ্চ থেকে অনুদান দেওয়ার ব্যবস্থা থাকবে। রাজনৈতিকমহলের ধারণা শাসকদল এই কৃষিমেলা করে এক ঢিলে দুই পাখি মারার সিদ্ধান্ত নিয়েছে। কেননা তারা মনে করছেন যে এই মেলায় এক দিকে যেমন পাওয়ার গ্রিডের জমি মালিকদের সমর্থনকে জমিকমিটির দিক থেকে সরিয়ে আনা যাবে আবার অন্যদিকে জনসংযোগটাও সেরে ফেলা যাবে। এদিনের এই মেলা সম্পর্কে পোলেরহাট২ গ্রাম পঞ্চায়েতের প্রধান হাকিমুল ইসলামের বক্তব্য , ” এই জৈব কৃষিমেলা থেকে এলাকার মানুষ উপকৃত হবেন। পাশেই টানা ফার্ম আছে। সেখানে জৈব সার দিয়ে সব রকম ফসল ফলানো হয়। হাঁস-মুরগির চাষ হয়।” রাসায়ানিক ব্যবহারের ফলে ফসলের গুনমান কমছে , মানুষের পেটের রোগ বাড়ছে। তাই জৈব চাষের প্রতি মানুষের ঝোঁক বাড়াতে এই মেল এমনই মন্তব্য করলেন ভাঙড়২ ব্লকের কৃষি কর্মধ্যক্ষ আব্দুর রহিম।
গত এল বছরের পাওয়ার গ্রিড সাবস্টেসন বিরোধী আন্দোলন মাঝে মঝেই আন্দোলন জেগে উঠেছে। তাই দলের অনেকের মত যে এই অবস্থায় ওই অঞ্চলে মেলার আয়োজন যথেষ্ট শক্ত কাজ।
ভাঙড়ে কৃষিমেলা করে কি এক ঢিলে দুই পাখি মারতে চাইছে শাসকদল
আপনার মতামত জানান -