রাজ্য জুড়ে নির্বাচনী সভা করে বাম শিবির মনোনীত প্রার্থীদের জন্যে প্রচার কার্য চালাচ্ছেন রাজ্যের শিক্ষক মহল। তাঁরা সভাপরিচালনার কাজে থাকলেও সরাসরী নির্বাচনী প্রচার কার্যে অংশ গ্রহন করছেন না বলে বলে জানা গেছে। এ প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহ সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বললেন, ”আমরা অতীতেও কোনও দিন প্রার্থীদের হয়ে সরাসরি প্রচার করিনি। আর আগামী দিনেও করব না।
আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে
আমাদের যে অ্যাজেন্ডাগুলো রয়েছে, সে সব শিক্ষকদের কাছে সভায় তুলে ধরা হবে। বামপন্থী শিক্ষক সংগঠনগুলি যে নীতি অবলম্বন করছে, তা শিক্ষকদের জানিয়ে দেওয়া হবে। মাঠে নেমে প্রচারটা আমরা কোনও দিনই পছন্দ করি না। এটা রাজনৈতিক দল করবে।” তিনি এর পাশাপাশি আরো বলেন বাম প্রার্থীদের জয়লাভের জন্যে শিক্ষকদের একটা গাইডলাইনও দেওয়া হয়। অন্যদিকে প্রচারপুস্তিকা প্রকাশের মাধ্যমে দলীয় সংগঠন হিসাবে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ওয়েবকুপা। ওয়েবকুপা’র কার্যপ্রক্রিয়ার জের টেনে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহ সাধারণ সম্পাদক বলেন, ”আমরা কখনোই রাজনৈতিক পতাকা নিয়ে নির্বাচনী প্রচারে নামব না। ওয়েবকুপা যেভাবে রাজনৈতিক পতাকা, তৃণমূলের পতাকা নিয়ে নির্বাচনী প্রচারে নেমেছে, তাকে গণআন্দোলনের অবক্ষয় বলা চলে।” তবে কোনো নির্বাচনী প্রচারে থাকছে না অন্য এক শিক্ষক সংগঠন আবুটা।এই সংগঠনের সভাপতি তরুণকান্তি নস্কর বললেন, ”আমাদের সংগঠনের যে যাঁর মতো ব্যক্তিগত প্রচেষ্টায় প্রচারে নামতে পারেন। তবে সংগঠনের পক্ষ থেকে কোনও রকম প্রচার করা হবে না।” আবুটার মত জুটা এবং ওয়েবকুটাও প্রত্যক্ষভাবে নির্বাচনী প্রচারে নামবে না বলেই জানিয়েছে। তবে কোনো শিক্ষক বা শিক্ষাকর্মী যদি ব্যক্তিগত পছন্দে নির্বাচনী প্রচারে অংশ গ্রহণ করতে যান সেক্ষেত্রে তাঁকে বাধা দেওয়াও হবেনা বলে এই দুই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।