
২০১৯ সালের আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের এখন মূল লক্ষ্য বিজেপি-বিরোধী ভোট ভাগ হতে দেওয়া যাবে না। এই লক্ষ্য পূরণের স্বার্থে যদি একেক আঞ্চলিক দলের সাথে একেক রকম আসন সমঝোতা করতে হয় তাতেও রাজী কংগ্রেস দল। দলের মুখপাত্র অভিষেক মনু সিংভি এদিন এমন কথাই জানালেন। সাম্প্রতিক কালের লোকসভা উপ নির্বাচন , বিধানসভা নির্বাচন সব ক্ষেত্রেই দেখা গেছে আঞ্চলিক দল গুলি একত্রিত হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করলে বিজেপির বিরুদ্ধে প্রতিরোধ গড়া সম্ভব হয়েছে।
আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে
এই প্রসঙ্গে কংগ্রেস মুখপাত্র বললেন, “কোন রাজ্যে দুই দলের সংঘাত থাকতে পারে, কোথআও তিনটি বড় দল আছে, কোথাও বা চারটি – সব জায়গাতেই সবাইকে এক জায়গায় করাটাই কংগ্রেসের লক্ষ্য।” কিন্তু একেক দলের তো একেক রকম চাহিদা থাকে। সবাই একভাবে জোটে আসতে নাও চাইতে পারে। সেইরকম কিছু হলেও, তিনি বললেন , কংগ্রেসের কোনো সমস্যা নেই। একইসাথে তিনি বললেন, “সবার জন্য এক শর্ত থাকবে না। কোনও লুকনো শর্ত থাকবে না। কারোর সঙ্গে হয়তো আনুষ্ঠানিকভাবে জোট হবে। কারোর সঙ্গে হবে কৌশলগত আসন সমঝোতা। কারোর সঙ্গে সমঝোতা। যেভাবেই হোক দেশের সর্বত্র বিজেপি-বিরোধী ভোটকে এক জায়গায় আনবে কংগ্রেস।”